
মার্চে সড়কে নিহত ৪৪২ জন : বিআরটিএ
ঢাকা পোষ্ট
প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২৫, ১০:২৫
বিদায়ী মার্চ মাসে সারাদেশে ৪৬৩টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় ৪৪২ জন মানুষ মারা গেছেন। একইসঙ্গে আহত হয়েছেন ৪৪৭ জন।
বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) চেয়ারম্যান মো. ইয়াসীনের গত ১০ এপ্রিল স্বাক্ষরিত সড়ক দুর্ঘটনা প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনটি অনলাইনে প্রকাশ করা হয় ১৩ এপ্রিল। বিআরটিএর বিভাগীয় অফিসের মাধ্যমে সারাদেশের সড়ক দুর্ঘটনার পরিসংখ্যান সংগ্রহ করা হয়েছে বলেও প্রতিবেদনে জানানো হয়।