সাইকেল নিয়ে ৬৪ জেলা ভ্রমণে ১৮ বছরের তরুণ, বায়ুদূষণ রোধের বার্তা
প্রথম আলো
প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২৫, ০৯:৫৮
কবি সুকান্ত ভট্টাচার্য তাঁর আঠারো বছর বয়স কবিতায় লিখেছিলেন, ‘আঠারো বছর বয়স কী দুঃসহ/ স্পর্ধায় নেয় মাথা তোলবার ঝুঁকি,/ আঠারো বছর বয়সেই অহরহ/ বিরাট দুঃসাহসেরা দেয় যে উঁকি।’
কবির কবিতার মতোই ১৮ বছর বয়সী মো. মাজাহারুল ইসলামের মনে যেন ‘বিরাট দুঃসাহস’ উঁকি দেয়। এরপর তিনি বাইসাইকেলে ৬৪ জেলা ভ্রমণে বের হয়ে পড়েন। এই ভ্রমণের মধ্য দিয়ে তিনি একটি বার্তাও মানুষের মাঝে ছড়িয়ে দিতে চান। সেটি হচ্ছে, ‘সাইক্লিং করি বায়ুদূষণ রোধ করি’। এই তরুণ মনে করেন, নাগরিকেরা মোটরসাইকেল ও ব্যক্তিগত মোটরযান ছেড়ে বাইসাইকেলে অভ্যস্ত হলে বায়ুদূষণ অনেকাংশে কমে আসবে। সড়ক দুর্ঘটনাও কম হবে।
গতকাল মঙ্গলবার দুপুরে মাগুরা জেলা পরিষদের প্রধান ফটকে দেখা হল তরুণ এই সাইক্লিস্টের সঙ্গে। হেলমেট ও সানগ্লাস পরা তরুণের বাইসাইকেলের সামনে নিজের নামের পাশাপাশি লেখা ‘সাইক্লিং করি বায়ুদূষণ রোধ করি’।
- ট্যাগ:
- জটিল
- ভাইরাল
- ফেসবুকে ভাইরাল
- টুইটার ভাইরাল