
হ্যাটট্রিক জয়ে বিশ্বকাপের আরেকটু কাছে বাংলাদেশ
রেকর্ড সংগ্রহ গড়ে বোলিংয়ের শুরুটাও দারুণ করলেন মারুফা আক্তার, নাহিদা আক্তাররা। একের পর এক উইকেট নিয়ে জাগালেন বড় জয়ের সম্ভাবনা। তখনই বাধ সাধলেন প্রিয়ানাজ চ্যাটার্জি ও রাচেল স্ল্যাটার। জুটি বেধে পাল্টা আক্রমণে গড়লেন বিশ্বরেকর্ড জুটি। ফলে ব্যবধান খুব বড় না হলেও শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছাড়ল বাংলাদেশ।
লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে মঙ্গলবার স্কটল্যান্ডকে ৩৪ রানে হারায় বাংলাদেশ। নিগার সুলতানার বিধ্বংসী ৮৩ রানের সঙ্গে ফারজানা হক ও শারমিন আক্তারের ফিফটিতে ২৭৬ রান করে তারা। জবাবে ২৪২ রানের বেশি করতে পারেনি স্কটিশরা।
ওয়ানডেতে এটি বাংলাদেশের সর্বোচ্চ দলীয় স্কোর। এক ম্যাচ আগেই থাইল্যান্ডের বিপক্ষে ২৭১ রান করেছিল তারা।
আইসিসি উইমেন'স বিশ্বকাপ বাছাইপর্বে টানা তিন ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেল বাংলাদেশ। একইসঙ্গে বিশ্বকাপের মূল পর্বে খেলার সম্ভাবনাও উজ্জ্বল করল তারা। বাকি দুই ম্যাচ থেকে ১ পয়েন্ট পেলেই ভারত বিশ্বকাপের টিকেট নিশ্চিত হয়ে যাবে নিগার সুলতানা, ফারজানাদের।