সাগরপথে মালয়েশিয়া: মিয়ানমারে বন্দি ২০ কিশোর ফিরল পরিবারে

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২৫, ২১:২৮

সাগরপথে মালয়েশিয়া যাওয়ার সময় ২২ মাস আগে মিয়ানমারে আটক ২০ কিশোর দেশে ফেরার পর তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।


মঙ্গলবার সকালে নৌবাহিনীর জাহাজ ‘বিএনএস সমুদ্র অভিযান’ এ করে তারা চট্টগ্রাম বন্দরে পৌঁছায়। পরে সন্ধ্যায় চট্টগ্রাম সার্কিট হাউজে পরিবারের কাছে তাদের হস্তান্তর করে জেলা প্রশাসন।


এদের বেশির ভাগই কক্সবাজারের টেকনাফ ও উখিয়ার বাসিন্দা।


উপস্থিত অভিভাবকরা বলেন, কক্সবাজারের টেকনাফ, উখিয়া ও রামুর বাসিন্দা এই কিশোররা পরিবারকে না জানিয়ে মালয়েশিয়া পাড়ি দিচ্ছিল। মিয়ানমারে আটকের প্রায় এক মাস পর পরিবার জানতে পারে তারা আটক হয়েছেন।


২০২৪ সালে তাদের ফিরিয়ে আনতে প্রশাসনের মাধ্যমে কাগজপত্র জমা দেন পরিবারের সদস্যরা।


এরকম আরো বাংলাদেশি মিয়ানমারের জেলে আটক আছে বলে জানায় ফিরে আসা কিশোররা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও