
এসি থেকে বের হওয়া পানি যেসব কাজে লাগাতে পারেন
এয়ার কন্ডিশনার আমাদের আধুনিক জীবনের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে, বিশেষ করে গ্রীষ্মকালে। তবে আমরা অনেকেই খেয়াল করি না যে, এসি চালু থাকাকালীন যে পানি বের হয় তা এক মূল্যবান সম্পদ হতে পারে।
এই পানি মূলত বাতাসের আর্দ্রতা থেকে ঘনীভূত হয়ে তৈরি হয়, যাকে কনডেনসেট ওয়াটার বলা হয়। এ পানি একেবারেই পরিষ্কার, তবে পানযোগ্য নয়। চলুন জেনে নেই এই পানি কী কী কাজে ব্যবহার করা যায়।
১. গাছপালায় পানি দেওয়া
এসি থেকে বের হওয়া পানি গাছের জন্য নিরাপদ, কারণ এতে ক্লোরিন বা অন্যান্য ক্ষতিকর রাসায়নিক থাকে না। ব্যালকনি বা ছাদবাগানের গাছগুলোতে সহজেই এই পানি ব্যবহার করা যায়। তবে ট্যাঙ্কে জমিয়ে রাখার আগে ভালোভাবে পরিষ্কার পাত্র ব্যবহার করা উচিত।
২. গাড়ি পরিষ্কারে
গাড়ি ধোয়ার জন্য বিশুদ্ধ পানির দরকার হয় না। এসির পানি ব্যবহার করে সহজেই গাড়ির বাইরের অংশ পরিষ্কার করা যায়। এতে পানি অপচয়ও কমে।
৩. টয়লেট ফ্লাশে
প্রতিদিন অসংখ্য বার টয়লেট ফ্লাশে প্রচুর পরিমাণ পানি ব্যবহৃত হয়। এসির পানি জমিয়ে রেখে টয়লেট ফ্লাশে ব্যবহার করলে পানি বাঁচানো সম্ভব।