যুক্তরাষ্ট্রে ৬ টেক কোম্পানির ‘কর ফাঁকি’ ২৭৮০০ কোটি ডলার

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২৫, ২১:১২

যুক্তরাষ্ট্রের বড় প্রযুক্তি কোম্পানিগুলোর বিরুদ্ধে ১০ বছরে প্রায় ২৭ হাজার আটশ কোটি ডলার কর ফাঁকির অভিযোগ উঠেছে।


‘সিলিকন সিক্স’ নামে পরিচিত বড় মার্কিন বিভিন্ন প্রযুক্তি কোম্পানির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের এক সংস্থার অভিযোগ, গত এক দশকে একই মুনাফা করেছে দেশটির এমন অন্যান্য কোম্পানির জন্য নির্ধারিত হারের চেয়ে প্রায় ২৭ হাজার আটশ কোটি ডলার কম কর দিয়েছে তারা।


অ্যামাজন, মেটা, অ্যালফাবেট, নেটফ্লিক্স, অ্যাপল ও মাইক্রোসফট এই ছয়টি বিগ টেক জায়ান্ট কোম্পানি একসঙ্গে ‘সিলিকন সিক্স’ নামে পরিচিত।


গত ১০ বছরে এসব কোম্পানি ১১ ট্রিলিয়ন ডলার আয়ের পাশাপাশি ২.৫ ট্রিলিয়ন ডলার মুনাফা করেছে বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান।


মার্কিন ‘ফেয়ার ট্যাক্স ফাউন্ডেশন’ বা এফটিএফ বলেছে, মুনাফা করার পরও এসব কোম্পানি জাতীয় ও ফেডারেল কর্পোরেশন কর হিসেবে গড়ে ১৮.৮ শতাংশ অর্থ দিয়েছে, যেখানে যুক্তরাষ্ট্রে তাদের জন্য করের হার ছিল গড়ে ২৯.৭ শতাংশ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও