সারাদিন এসি চালিয়েও নামমাত্র বিদ্যুৎ বিল! সিক্রেট জানুন আপনিও

ঢাকা পোষ্ট প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২৫, ১০:০৯

বাড়ছে গ্রীষ্মের দাবদাহ, গরমের দাপট থেকে মুক্তি পেতে এখন বাসা, অফিস কিংবা শপিং মল—সর্বত্রই চলছে এসি। এসি চালিয়ে মাস শেষে বিদ্যুৎ বিল অনেক বেশি আসে। যা মোটেই সুখকর হয় না কারো জন্য। তবে কয়েকটা সহজ উপায় মেনে চললে যেমন গরমের হাত থেকে রক্ষা পাওয়া যাবে তেমনই বিদ্যুৎ বিলও কম আসবে।


এসি-র তাপমাত্রা সেট


এসি-র তাপমাত্রা সেট করার সময় একটি বিষয় মাথায় রাখতে হবে। এসি-র তাপমাত্রা যত কমানো হয় কম্প্রেসার তত বেশি সময় ধরে চলে। যার ফলে ইলেকট্রিক কনজ়ামশন বাড়ে। এবং সেকারণে বিদ্যুৎ বিল বেশি আসার সম্ভাবনা থাকে। বলা হয় এসি-র তাপমাত্রা ১ ডিগ্রি করে বাড়ালে ৬ শতাংশ করে বিদ্যুৎ সাশ্রয় করা সম্ভব হয়। তাই ডিফাল্ট টেম্পাচারে সবসময় এসি-সেট করা উচিত।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও