ট্রাম্পের শুল্কনীতি: মন্দার চেয়ে খারাপ পরিস্থিতির শঙ্কা
শুল্ক আরোপ করে বাণিজ্যিক অংশীদারদের বড় চাপের মধ্যে রেখেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একবার শুল্ক আরোপ করছেন তো আরেকবার স্থগিত করছেন। ফলে বিশ্ববাজারে চরম অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে বিশ্লেষকেরা মনে করছেন, এই অনিশ্চয়তার অবসান না হলে মন্দার চেয়ে খারাপ কিছু হতে পারে।
চলতি মাসের শুরুতেই বিভিন্ন দেশের ওপর পাল্টা শুল্ক আরোপ করেন ট্রাম্প। পরে সেই শুল্ক ৯০ দিনের জন্য স্থগিত করলেও ফাঁড়া কাটেনি চীনের। দেশটির ওপর শুল্ক বাড়িয়ে বরং ১৪৫ শতাংশ করা হয়। তবে শুক্রবার চীনের ওপর আরোপ করা ওই শুল্ক থেকে কিছু প্রযুক্তিপণ্যকে ছাড় দেওয়ার ঘোষণা দেয় হোয়াইট হাউস। লক্ষ্য—এই পণ্যগুলো ভোক্তাপর্যায়ে কিছুটা সাশ্রয়ী মূল্যে পৌঁছানো।
পরে রোববার ট্রাম্প আবার বলেছেন, আগামী সপ্তাহে আমদানি করা সেমিকন্ডাক্টরের ওপর নতুন শুল্ক ঘোষণা করা হবে। তবে কিছু প্রতিষ্ঠানের ক্ষেত্রে নমনীয়তা থাকবে। এ ঘোষণা থেকে ধারণা করা হচ্ছে, চীন থেকে আমদানি করা স্মার্টফোন ও কম্পিউটারের ওপর শুল্ক ছাড় দেওয়ার আগের সিদ্ধান্ত বেশি দিন টিকছে না। কারণ, এই প্রযুক্তিপণ্য তৈরির অন্যতম উপাদান সেমিকন্ডাক্টর।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- শুল্ক আরোপ
- ট্রাম্প প্রশাসন