নেফ্রোটিক সিনড্রোমের ঝুঁকি ও জটিলতা

বণিক বার্তা প্রকাশিত: ১৪ এপ্রিল ২০২৫, ১৯:০৮

নেফ্রোটিক সিনড্রোমের ঝুঁকি বাড়াতে পারে এমন কারণগুলোর মধ্যে রয়েছে—


 এমন কিছু রোগ যার কারণে কিডনি ক্ষতিগ্রস্ত হয়। যেমন ডায়াবেটিস। এ ধরনের রোগের কারণে নেফ্রোটিক সিনড্রোমের আশঙ্কা বাড়ে।


 কিছু ওষুধ যেমন ননস্টেরয়েডাল অ্যান্টি-ইনফ্লেমেটরি ড্রাগ, এ ধরনের ওষুধের কারণে এ রোগের আশঙ্কা বাড়ে।



 কিছু সংক্রমণ ব্যাধি এ রোগের আশঙ্কা বাড়ায়। যেমন এইচআইভি, হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি ও ম্যালেরিয়া।



জটিলতা


 রক্ত জমাট বাঁধা—গ্লোমেরুলার রক্ত ​​সঠিকভাবে ফিল্টার করতে অক্ষমতার কারণে রক্তের প্রোটিনের ক্ষয় হয়, যার কারণে রক্ত জমাট বাঁধে। এ রোগের কারণে শিরায় রক্ত ​​জমাট বাঁধার ঝুঁকি বেড়ে যায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও