You have reached your daily news limit

Please log in to continue


৩৩ শতাংশ বাড়ল গ্যাসের দাম, চাপে পড়বে শিল্প

সব ধরনের শিল্প ও কারখানায় ব্যবহৃত গ্যাসের দাম গড়ে প্রায় ৩৩ শতাংশ বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এতে ধুঁকতে থাকা পুরোনো শিল্পকারখানা যেমন চাপে পড়বে, তেমনি পিছু হঠতে পারে নতুন বিনিয়োগকারীও। কারণ কমিশন মনে করে, যাদের এই দামে গ্যাস কিনে শিল্প করা পোষাবে, তারা বিনিয়োগ করবে।
গতকাল রাজধানীর কারওয়ান বাজারে বিইআরসির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে গ্যাসের নতুন দাম ঘোষণা করেন কমিশন চেয়ারম্যান জালাল আহমেদ। গতকাল ১৩ এপ্রিল থেকে নতুন এই দাম কার্যকর হয়েছে।

সংবাদ সম্মেলনে গ্যাসের দাম ৩৩ শতাংশ বাড়ানোর কোনো যৌক্তিক ব্যাখ্যা দিতে পারেনি বিইআরসি। এত দাম বাড়ানোর পরও দিতে পারেনি নিরবচ্ছিন্ন গ্যাস-সরবরাহের নিশ্চয়তা। এমনকি গ্যাসের দাম বাড়ানোয় সরকারের আয় কত হবে, ঘাটতি কত কমে আসবে, সেই হিসাবও নেই কমিশনের কাছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন