উইকেট শিকারে সবার ওপরে দুই বাঁহাতি স্পিনার রাকিবুল-তাইজুল

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ১৪ এপ্রিল ২০২৫, ১৮:৫৬

অনেকের ধারণা সীমিত ওভারের ক্রিকেটটা ব্যাটারদের খেলা। কারণ ৫০ ও ২০ ওভারের খেলা মানেই চার-ছক্কার ফুলঝুরি। রানের নহর বয়ে যাওয়া। বিগ স্কোরিং গেম। কিন্তু আসলেই কি তাই? সীমিত ওভারের ক্রিকেট কি শুধুই ব্যাটারদের রাজ করার জন্য? এবারের ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগেই আছে ঐ মহামূল্যবান প্রশ্নের জবাব।


এবারের ঢাকা লিগে প্রমাণ হয়েছে, আসল নিয়ামক ভূমিকাটা বোলাররাই পালন করেন। আর তাইতো এবারের লিগে উইকেট শিকারে সবার ওপরে মোহামেডান ও আবাহনীর ৩ বোলার।


বলার অপেক্ষা রাখে না, ১১ ম্যাচে সমান ৯টি করে ম্যাচ জিতে ১৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে যৌথভাব শীর্ষে মোহামেডান আর আবাহনী। তবে হেড টু হেডে এক নম্বরে মোহামেডান।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও