দ্রোহ, সমতা আর সুরে রঙিন বৈশাখ

ডেইলি স্টার প্রকাশিত: ১৪ এপ্রিল ২০২৫, ১৭:৪৫

ভোরের আলো ফুটতেই জীবন্ত হয়ে উঠল ঢাকার রাস্তাগুলো। লাল-সাদার সমুদ্রে স্নাত হয়ে নারী, পুরুষ ও শিশু—সবাই নেচে গেয়ে নতুন মৌসুম ও নতুন বছরকে স্বাগত জানাল। 


এটা শুধু উৎসব নয়—যেন এক উদ্দাম বাঙালিয়ানার বিস্ফোরণ! যেখানে গান-রঙ-মিলনের জোয়ারে সর্বজনীন পথচত্ত্বর বছরের পর বছর ফিরে পায় তার মালিকানা।


অর্থনৈতিক চাপ, রাজনৈতিক অস্থিরতা আর বৈশ্বিক অস্থিরতার এই বছরে—বিশেষ করে যখন আমরা একটি ফ্যাসিবাদী শাসনের শেষ শিকড়টুকুও উপড়ে ফেলার লড়াইয়ে—এই পহেলা বৈশাখ এনেছে এক বিরল উপহার: সামষ্টিক আশার অগ্নিশিখা। এটা শুধু আনন্দ-উৎসব নয়, এটা এক স্পষ্ট চ্যালেঞ্জ—জগতকে জানান দেওয়া যে আমরা এখনও অটুট, এখনও গানে-প্রাণে জাগ্রত, এখনও দাঁড়িয়ে আছি হৃদয়ে অদম্য দৃঢ়তা নিয়ে।


আজ রমনা বটমূলে যখন ধ্বনিত হলো নজরুলের অমর বাণী—'মৃত্যু নাই, নাই দুখ, আছে শুধু প্রাণ', তখন তাৎক্ষণিকভাবে সূর্যোদয়ের দীর্ঘ সময় আগে থেকে সেখানে জমায়েত হওয়া জনতা এতে মৌন সম্মতি জানাল। যারা আট মাস আগে রাস্তায় নেমে শাসনের ভিত কাঁপিয়ে দিয়েছিল, তারাই আজ ফিরে এলো নতুনভাবে—বিক্ষোভে নয়, উদযাপনে।


শাহবাগ মোড়ের সেই একই রাস্তাগুলো—যেখানে বিদ্রোহ ও প্রতিবাদের চেতনা মিশে আছে, যেখানে জুলাই-আগস্টে রক্তে রঞ্জিত হয়েছিল—আজ লাল হয়ে উঠেছে উৎসবের রঙে, এক নতুন সূর্যোদয়ের সূচনায়। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও