ততক্ষণে আমি বুঝতে পেরেছি, জিম্মি জমে গেছে

প্রথম আলো প্রকাশিত: ১৪ এপ্রিল ২০২৫, ১১:১৫

প্রথমবারের মতো ওয়েব সিরিজে অভিনয় করলেন জয়া আহসান। ঈদে মুক্তি পাওয়া সিরিজ ‘জিম্মি’র জন্য প্রশংসিতও হয়েছেন। সম্প্রতি সেন্সর ছাড়পত্র পেয়েছে এই অভিনয়শিল্পীর নতুন চলচ্চিত্র ‘জয়া আর শারমীন’। নতুন একটা চলচ্চিত্রের শুটিংও করছেন। সাক্ষাৎকার নিয়েছেন মনজুর কাদের


প্রথম আলো: গেল কয়েক বছর সিনেমা নিয়েই আপনার ব্যস্ততা। এর মধ্যে প্রথমবার ওয়েব সিরিজে অভিনয় করলেন। আগেও নিশ্চয় আপনার কাছে সিরিজে অভিনয়ের প্রস্তাব এসেছিল, ‘জিম্মি’ দিয়ে শুরু করলেন কেন?
জয়া আহসান : সব সময় আমরা নতুন নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হতে চাই। ‘জিম্মি’র বিষয়টাও তেমন। প্রথমত, পরিচালক। দ্বিতীয়ত, গল্প। তৃতীয়ত, হালকা মেজাজের একটা কাজ আমি করতে চাইছিলাম, মাথাভারী কিছু করতে চাইছিলাম না। চতুর্থত, একটা ঠিকঠাক প্রজেক্ট, যেমনটা আমি চাই। আমার চরিত্রও ঠিকঠাক আছে এবং আমজনতাকেও কানেক্ট করতে পারছে—সে জন্য আমি ‘জিম্মি’ দিয়ে শুরু করলাম। এই সিরিজে আমার চরিত্রের অনেকগুলো স্তর দেখতে পেয়েছি। আমার অভিনীত রুনা লায়লা চরিত্রে লোভ, কাম, হিংসা, ভালোবাসা—সবই ছিল। একই চরিত্রের ভেতর এতগুলো শেডে অভিনয় করতে পারা তো অনেক আনন্দের ব্যাপার, তাই না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও