ট্রাম্পের শুল্ক সামাল দিতে কমবে কর আদায়: এনবিআর চেয়ারম্যান

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২৫, ২২:২১

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণ চুক্তির আওতায় যখন রাজস্ব আদায় বাড়াতে হিমশিম খাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), তখন ট্রাম্প প্রশাসনের বাড়তি শুল্ক সামাল দিতে বাংলাদেশ বিভিন্ন মার্কিন পণ্যে যে কর কমানোর প্রতিশ্রুতি দিয়েছে, তাতে রাজস্ব আদায় আরও কমবে বলে জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান।


বাংলাদেশে প্রতিযোগী দেশের তুলনায় শুল্ক বেশি থাকায় সেখানে ‘যৌক্তিকীকরণ’ করতে হবে জানিয়ে তিনি বলেছেন, “ইউএস ট্রেজারি যে ব্যবস্থা, সেখানে যে আমরা কিছু কমিটমেন্ট করেছি, আমাদের ডিউটি স্ট্রাকচার কিছুটা র‌্যাশনালাইজ করতে হবে। সেখানে আমাদের কালেকশন কমবে।


“একইভাবে ইনকাম ট্যাক্সের ক্ষেত্রেও, যে কথাগুলো বললেন যে মিনিমাম ট্যাক্স, টিডিএস এসব অনেক হাই, এগুলো যদি র‌্যাশনালাইজ করতে যাই, এখানেও কালেকশন কমবে।”


কর আদায়ের প্রধান এ সংস্থার চেয়ারম্যানের প্রশ্ন, “তাহলে কালেকশনটা বাড়বে কোথায়? বাড়ানোও তো দরকার। দেশ চালানোর জন্য বাড়ানোটাও তো দরকার।”


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও