
আয়কর কমানোর সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান
প্রথম আলো
প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২৫, ১৪:১৫
করপোরেট কর ও আয়কর আর কমানোর সুযোগ নেই বলে মন্তব্য করেছেন এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান। তিনি বলেন, ‘কর বেশি কমালে সরকারের রাজস্ব আদায় কমে যাবে। তাতে দেশ চালানো কঠিন হবে। সেই বাস্তবতায় কর বেশি কমাতে পারব না। তবে চেষ্টা থাকবে। ’
অবশ্য ব্যবসায়ীরা যেসব বাধার সম্মুখীন হচ্ছেন, সেগুলো নিরসনের চেষ্টা করা হচ্ছে বলে জানান এনবিআর চেয়ারম্যান। তিনি বলেন, দীর্ঘদিন যেসব খাত করছাড় পাচ্ছে, তাদেরও অন্যদের মতো সমান কর দিতে হবে। বৈষম্য থাকবে না। এ ছাড়া কিছু কিছু খাতে কাস্টমস শুল্ক বেশি। সেই হার যৌক্তিকীকরণের চেষ্টা করা হবে।
- ট্যাগ:
- ব্যবসা ও অর্থনীতি
- আয়কর
- আয়কর আইন