
পারকিনসন্স : নিজে জানুন ও অন্যকে জানান
যুগান্তর
প্রকাশিত: ১২ এপ্রিল ২০২৫, ১৭:০৩
এপ্রিল পারকিনসন্স রোগের সচেতনতার মাস। ডব্লিউএইচও-এর একটি গবেষণায় দেখা গিয়েছে, বাংলাদেশে প্রতি এক লাখ মানুষের মাঝে চারজন এ রোগে আক্রান্ত। যাদের বয়স বেশি তাদের এ রোগে আক্রান্তের ঝুঁকি বাড়ে ও ছেলেরা মেয়েদের তুলনায় অধিক আক্রান্ত হয়।
* কারণ
পারকিনসন্স রোগটি স্নায়ুর ক্ষয়জনিত রোগ, যেখানে ব্রেইনের নিউরনের একটি রাসায়নিক সংকেত যেমন ডোপামিনের পরিমাণ হ্রাস পায়। এ ডোপামিন কমে যাওয়ার কারণে, স্নায়ুর স্বাভাবিক কাজগুলো অনিয়মিতভাবে সম্পন্ন হয় ও দেহের বিভিন্ন মাংসপেশির মধ্যে সমন্বয়হীনতা দেখা দেয়, যা ধীর গতিতে বাড়তে থাকে, ফলে রোগী তার স্বাভাবিক জীবনের কাজগুলো সম্পন্ন করতে পারেন না।
- ট্যাগ:
- স্বাস্থ্য
- পারকিনসন্স