
‘মহান নেতা’ পুতিনের সঙ্গে ট্রাম্পের বন্ধুর সাড়ে ৪ ঘণ্টা বৈঠক
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বন্ধু ও তাঁর বিশেষ দূত স্টিভ উইটকফ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন। সেন্ট পিটার্সবার্গের প্রেসিডেনশিয়াল লাইব্রেরিতে পুতিনের সঙ্গে এই বৈঠক অনুষ্ঠিত হয়। রুশ রাষ্ট্র পরিচালিত সংবাদমাধ্যমগুলোর খবর বৈঠক সাড়ে চার ঘণ্টা ধরে চলেছে।
পুতিন-উইটকফের বৈঠক এমন এক সময়ে অনুষ্ঠিত হলো যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প বেশ জোরেশোরেই ইউক্রেন যুদ্ধ শেষ করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এর আগে ট্রাম্প রুশ প্রেসিডেন্ট পুতিনকে ইউক্রেনের সঙ্গে দেশটির ‘অর্থহীন যুদ্ধ’ দ্রুত শেষ করার জন্য তাগিদ দেন।
বৈঠক শেষে ক্রেমলিন জানায়, বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে এবং ‘ইউক্রেন সংকট মীমাংসার বিভিন্ন দিক’ নিয়ে আলোচনা হয়েছে। তবে বিস্তারিত কিছু জানায়নি। এর আগে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছিলেন, তিনি এই আলোচনা থেকে ‘যুগান্তকারী’ কোনো কূটনৈতিক সিদ্ধান্ত আশা করছেন না। উল্লেখ্য, ফেব্রুয়ারির পর পুতিনের সঙ্গে উইটকফের এটি তৃতীয় বৈঠক। পুতিন ও ট্রাম্পের সম্ভাব্য বৈঠক নিয়ে আলোচনা হবে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি ‘হয়তো’ বলেন।