পাকিস্তানে ভারি বৃষ্টিতে বন্যায় ৪ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ১৫

বিডি নিউজ ২৪ পাকিস্তান প্রকাশিত: ২২ জুলাই ২০২৫, ১১:২৯

পাকিস্তানের গিলগিট-বালতিস্তান অঞ্চলে ভারি বৃষ্টিতে দেখা দেওয়া বন্যায় অন্তত চারজন পর্যটকের মৃত্যু হয়েছে, দুইজন আহত হয়েছেন এবং আরও ১৫ জন নিখোঁজ রয়েছেন।


সোমবার অঞ্চলটির ডায়ামার জেলার বাবুসার এলাকায় এসব ঘটনা ঘটে, জানিয়েছে পাকিস্তানি গণমাধ্যম ডন।


গিলগিট-বালতিস্তান আঞ্চলিক সরকারের মুখপাত্র ফাইজুল্লাহ ফারাক জানিয়েছেন, বাবুসারের থাক এলাকায় বন্যার পানির তোড়ে পর্যটকদের আটটি গাড়ি ভেসে গেছে। এসব গাড়ির যাত্রীদের মধ্যে চারজনের মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে, এদের মধ্যে একজন নারী; তিনি পাঞ্জাব থেকে এসেছিলেন। আরও ১৫ জন নিখোঁজ রয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।


বন্যার পানিতে তলিয়ে যাওয়ায় বাবুসার মহাসড়ক বন্ধ হয়ে গেছে। এই এলাকার টেলিযোগাযোগ বিঘ্নিত হচ্ছে এবং বৈদ্যুতিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।


ফারাক জানিয়েছেন, কয়েকশ পর্যটককে উদ্ধার করা হয়েছে। স্থানীয় বাসিন্দারা তাদের অনেককে আশ্রয় দিয়েছেন।


জ্যেষ্ঠ পুলিশ সুপার (এসএসপি) আব্দুল হামিদ ডনকে জানিয়েছেন, বন্যার তীব্রতার কারণে পরিস্থিতি উদ্বেগজনক হয়ে আছে। বন্যার পানি যাওয়ার পথ সাত কিলোমিটার পর্যন্ত বিস্তৃত ছিল। পর্যটকদের অন্তত তিনটি গাড়িকে ভেসে যেতে দেখা গেছে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও