
শুরুর আগেই শেষ লিটনের পিএসএল, ফিরছেন দেশে
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ১২ এপ্রিল ২০২৫, ১৩:০৩
মাত্র ৪ দিনেই শেষ হয়ে গেল লিটন কুমার দাসের পাকিস্তান সুপার লিগ (পিএসএল) অধ্যায়। আঙুলের চোটে পাকিস্তান থেকে দেশে ফিরে আসছেন স্টাইলিশ উইকেটরক্ষক-ব্যাটসম্যান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এই খবর নিশ্চিত করেছেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরি।
“পাকিস্তান থেকে আমরা ফোনে জানতে পেরেছি, লিটনের বৃদ্ধাঙুলিতে চিড় ধরেছে। তাই তিনি দেশে ফিরে আসছেন। আপাতত এর বেশি কিছু জানা নেই আমাদের। লিটন দেশে ফিরলে পরবর্তী পরীক্ষানিরীক্ষা করা হবে।”
পরে সামাজিক মাধ্যমে দেওয়া বার্তায় লিটন জানিয়েছেন অন্তত ২ সপ্তাহ লাগবে তার সুস্থ হতে।
“করাচি কিংসের হয়ে পিএসএল খেলার জন্য আমি উচ্ছ্বসিত ছিলাম। তবে সৃষ্টিকর্তার হয়তো অন্য পরিকল্পনা ছিল। প্রস্তুতির সময় আঙুলে চোট পেয়েছি। স্ক্যানে হেয়ারলাইন ফ্র্যাকচার ধরা পড়েছে এবং সুস্থ হতে অন্তত ২ সপ্তাহ লাগবে।”