
যেসব মডেল পাবে স্যামসাংয়ের ওয়ানইউআই ৭ আপডেট
বহুল প্রতীক্ষিত ওয়ানইউআই ৭ আপডেট রোলআউট করা শুরু করেছে স্যামসাং। গত ৭ এপ্রিল প্রথমে দক্ষিণ কোরিয়ায় চালু হয়েছিল আপডেটটি এবং এখন এটি ইউরোপ, উত্তর আমেরিকা হয়ে ধীরে ধীরে বাংলাদেশি ব্যবহারকারীদের কাছেও পৌঁছাবে। এআই-ভিত্তিক আধুনিক ফিচার, নতুনভাবে ডিজাইন করা ইন্টারফেস এবং উন্নত প্যারফরম্যান্স এই আপডেট নিয়ে আসবে।
এই রোলআউট স্যামসাংয়ের ফ্ল্যাগশিপ ইকোসিস্টেমের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।
দক্ষিণ কোরিয়ায় গ্যালাক্সি এস ২৪, গ্যালাক্সি জেড ফোল্ড ৬, জেড ফ্লিপ ৬ মডেলগুলোর জন্য ওয়ান ইউআই ৭ আপডেট রোলআউট করা শুরু করেছে স্যামসাং। ধাপে ধাপে এই আপডেট দ্রুতই জার্মানি, পোল্যান্ড ও যুক্তরাজ্যে সম্প্রসারিত হয়। এরপর ১০ এপ্রিলে উত্তর আমেরিকার বাজার যেমন—যুক্তরাষ্ট্র, কানাডায়ও পৌঁছে গেছে। তাই দ্রুতই ভারত ও বাংলাদেশে আপডেটটি চলে আসবে বলে ধারণা করা হচ্ছে।
স্যামসাংয়ের যেসব ফোন ওয়ান ইউআই ৭ আপডেট পাবে
এপ্রিল: গ্যালাক্সি এস২৪, এস ২৪ প্লাস, এস ২৪ আল্ট্রা, জেড ফোল্ড ৬, জেড ফ্লিপ ৬, জেড ফোল্ড স্পেশাল এডিশন, গ্যালাক্সি জেড ফোল্ড ৫, জেড ফ্লিপ ৫, গ্যালাক্সি ট্যাব এস ১০ প্লাস, এস ১০ আল্ট্রা, এস ২৩, এস ২৩ প্লাস, এস ২৩ আল্ট্রা, গ্যালাক্সি এস ২৪ এফই।