দৃশ্য ভয়ের, পেয়েছে হাসি

প্রথম আলো প্রকাশিত: ১২ এপ্রিল ২০২৫, ১১:৫৮

সিনেমায় দর্শককে প্রাণপণে ভয় দেখানোর চেষ্টা করেছেন পরিচালক কামরুজ্জামান রুমান। তবে শেষ পর্যন্ত দর্শকেরা ভয় পেলেন কি? নাকি ভয়ের বদলে হাস্যরস উৎপাদন করেছে ছবিটি?


সুমন নামে এক শিশুকে সমাহিত করার ৩৬ ঘণ্টা পর কবর খুঁড়ে দেখা যায়, সুমন কবরে দিব্বি বসে আছে। এমন বহুশ্রুত গল্পকে পর্দায় তুলে এনেছেন নির্মাতা। দেশে ভৌতিক সিনেমার চল নেই বললেই চলে। তবে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া একের পর এক ভৌতিক সিনেমা নির্মাণ করছে। পবিত্র ঈদুল ফিতরে মুক্তি পেয়েছে জ্বীন সিরিজের তৃতীয় সিনেমা মা: জ্বীন–৩।


সিনেমার গল্পে দেখা গেছে, সুমনের বেঁচে ফেরার রহস্যের জট খুলতে বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞানের শিক্ষক বিজয়কে নিয়ে গ্রামে আসেন তাঁর শিক্ষার্থী ফারিয়া। চেয়ারম্যানের মেয়ে ফারিয়া, একই গ্রামের ছেলে সুমন। রহস্যের কূলকিনারা করতে এসে নিজেই একের পর এক অতিপ্রাকৃত ঘটনার জালে আটকা পড়েন বিজয়। ধন্দে পড়েন তিনি। শেষ পর্যন্ত জট খোলে?


সেই আলাপ তোলা বাহুল্য। রহস্যের জালটা ঠিকঠাকমতো বুনতে পেরেছেন কি নির্মাতা? সেটাই বড় প্রশ্ন। সিনেমার গল্প ও চিত্রনাট্য ঢিলেঢালা, মেদবহুল; পরিশীলিত নয়। সংলাপ কখনো কখনো খাপছাড়া। সিনেমার কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য করেছেন আবদুল আজিজ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও