
ট্রাম্পের শুল্কে মার্কিন গাড়ি নির্মাতাদের ব্যয় বাড়বে বছরে ১০৮ বিলিয়ন ডলার
www.ajkerpatrika.com
প্রকাশিত: ১২ এপ্রিল ২০২৫, ১১:৩৫
চলতি মাসের শুরুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত ২৫ শতাংশ শুল্কে ২০২৫ সালে মার্কিন গাড়ি নির্মাতাদের ব্যয় ১০৮ বিলিয়ন ডলার বাড়িয়ে দেবে। সেন্টার ফর অটোমোটিভ রিসার্চের একটি নতুন বিশ্লেষণে এ তথ্য উঠে এসেছে।
মিশিগানের অ্যান আরবারে অবস্থিত এই সংস্থা গতকাল বৃহস্পতিবার এই গবেষণা প্রতিবেদন প্রকাশ করে।
প্রতিবেদনে বলা হয়েছে, ডেট্রয়েটভিত্তিক গাড়ি নির্মাতা ফোর্ড মোটর, জেনারেল মোটরস এবং জিপ ও র্যাম ট্রাক নির্মাতা স্টেলান্টিস এই শুল্ক আরোপে বেশি ক্ষতিগ্রস্ত হবে। তাদের মোট অতিরিক্ত ব্যয় হবে প্রায় ৪২ বিলিয়ন ডলার।
গবেষণায় আরও দেখা গেছে, এই তিন কোম্পানিকে প্রতি গাড়ির আমদানি করা যন্ত্রাংশের জন্য গড়ে প্রায় ৫ হাজার ডলার শুল্ক দিতে হতে পারে। আর তারা যেসব গাড়ি সরাসরি আমদানি করে, সেগুলোর প্রতিটির জন্য গড়ে প্রায় ৮ হাজার ৬০০ ডলার শুল্ক দিতে হতে পারে।