রাওয়ালপিন্ডিতে আজ মাঠে নামছে নাহিদ রানার দল

www.ajkerpatrika.com প্রকাশিত: ১২ এপ্রিল ২০২৫, ১১:২৫

পিএসএলের উদ্বোধনী ম্যাচে গতকাল ইসলামাবাদ ইউনাইটেডের কাছে ৮ উইকেটে হেরে গেছে রিশাদ হোসেনদের লাহোর কালান্দার্স। যদিও ম্যাচের একাদশে ছিলেন না বাংলাদেশি অলরাউন্ডার। এদিকে আজ বিকেলে নাহিদের দল পেশোয়ার জালমি নিজেদের প্রথম ম্যাচে খেলবে কোয়েট্টা গ্লাডিয়েটর্সের বিপক্ষে।


যদিও দেশে এখনো ডিপিএল খেলছেন নাহিদ। ২৫ এপ্রিল থেকে তাঁকে অনাপত্তিপত্র দিয়েছে বিসিবি। পেশোয়ারে বাবর আজমের নেতৃত্ব খেলবেন নাহিদরা। রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৪টায়।


ক্রিকেট


ডিপিএল


আবাহনী-মোহামেডান


সকাল ৯ টা, সরাসরি


টি স্পোর্টস

আইপিএল


লক্ষ্ণৌ-গুজরাট


বিকেল ৪ টা, সরাসরি


হায়দরাবাদ-পাঞ্জাব


রাত ৮ টা, সরাসরি


টি স্পোর্টস


পিএসএল


পেশোয়ার-কোয়েটা


বিকেল ৪টা ৩০ মি. , সরাসরি


সনি টেন ৩

ফুটবল


ম্যানসিটি-ক্রিস্টাল প্যালেস


বিকেল ৫টা ৩০ মি. , সরাসরি


নটিংহাম-এভারটন


রাত ৮ টা, সরাসরি


আর্সেনাল-ব্রেন্টফোর্ড


রাত ১০টা ৩০ মি. , সরাসরি


স্টার স্পোর্টস সিলেক্ট ১


সাউদাম্পটন-অ্যাস্টন ভিলা


রাত ৮ টা, সরাসরি


স্টার স্পোর্টস সিলেক্ট ২

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও