You have reached your daily news limit

Please log in to continue


প্রবাসে পহেলা বৈশাখ

বিদেশ-বিভূঁইয়ে নিজ বাঙালি সংস্কৃতির পরিচয় দিতে গিয়ে পহেলা বৈশাখের কথা বলিনি, এমনটা কখনো হয়নি। ভিনদেশের বন্ধু-বান্ধব, শিক্ষকদের সঙ্গে আলোচনায় বৈশাখের আমেজ, কলাভবন হয়ে চারুকলা এসব নিয়ে আলোচনা করিনি এমনটা কম হয়েছে।

আসলে নিজের দেশ আর সংস্কৃতির বিষয়গুলো আরও কাছের হয়ে উঠে যখন আমরা সম্পূর্ণ আরেক নতুন দেশ, সেখানকার সংস্কৃতিতে থাকি। আর যতই হোক, 'মাছে-ভাতে বাঙালি' তো! খেয়াল করে দেখেছি, সুদূর মার্কিন মুল্লুক কিংবা ইউরোপ, মহাসমুদ্র পেড়িয়ে যেখানেই আমরা পৌঁছাই না কেন, বাঙালির যেসব রীতিনীতি বা আমুদে অভ্যেস, সেগুলো বদলাবার নয়! তাই ভিনদেশে আছি বলে পহেলা বৈশাখে কোনো আয়োজন হবে না, তাই কি হয়!

তার ওপর সেবার বাংলাদেশি স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের নির্বাচনে আমরা নতুন কজন কমিটির সদস্য নির্বাচিত হলাম। এর আগে সাংস্কৃতিক আয়োজন হলেও, সেবারই প্রথম আন্তর্জাতিক শিক্ষার্থীদের নিমন্ত্রণ জানিয়ে পহেলা বৈশাখের আয়োজন করা হলো।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন