গোলরক্ষকের ভুলে জয়বঞ্চিত ম্যানইউ

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ১১ এপ্রিল ২০২৫, ১২:২৩

৯৫ মিনিট পর্যন্ত ম্যানচেস্টার ইউনাইটেড এগিয়ে ২-১ ব্যবধানে। আর কয়েক সেকেন্ড পরই হয়তো শেষ বাঁশি বাজাতেন রেফারি। এমন সময় দ্বিতীয়বারের মতো বড় ভুল করে বসলেন ম্যানইউর গোলরক্ষক আন্দ্রে ওনানা। সেই ভুলের মাসুল দিয়ে গিয়ে শেষ পর্যন্ত জয়বঞ্চিত থেকেই ফিরতে হয়েছে ম্যানইউকে।


গতকাল বৃহস্পতিবার রাতে ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ম্যানইউর বিপক্ষে শেষ মুহূর্তের নাটকীয়তায় ২-২ গোলে ড্র করেছে ফরাসি ক্লাব লিঁও।


ম্যানইউ গোলরক্ষক ওনানা পুরো ম্যাচেই আলোচনার কেন্দ্রবিন্দু ছিলেন। ম্যাচ-পূর্ববর্তী লিওঁ মিডফিল্ডার নেমানজা মাতিচের সঙ্গে বাকযুদ্ধের পর তার দিকে দৃষ্টি যায় সবার। উত্তেজনাকর বাক্য বিনিময়ে মাতিচকে ওনানা বলেছিলেন, ম্যানইউ লিঁওর তুলনায় অনেক ভালো দল। পাল্টা জবাবে মাতিচ ওনানাকে ক্লাবটির ইতিহাসের সবচেয়ে খারাপ গোলরক্ষকদের একজন হিসেবে আখ্যা দেন।


এরপর ওনানাকে প্রতিবার বল স্পর্শ করার সময়ই স্বাগতিক লিঁওর সমর্থকরা দুয়ো দেন। এতে বাড়তি চাপ অনুভব করতে থাকেন ওনানা। ২৫ মিনিটে ক্যারেরুনের এ গোলরক্ষকের ভুলেই থিয়াগো আলমাদার গোলের মাধ্যমে প্রথম লিড নেয় লিঁও। আলমাদার ফ্রি কিক সরাসরি জালে ঢুকে পড়লে ওনানার ভুল আরও স্পষ্ট হয়ে ওঠে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও