অদ্ভুত এক নাটকই আজ দেখা গেল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের একাডেমি মাঠে। গতকাল প্রিমিয়ার লিগের ম্যাচে বিস্ময়করভাবে স্টাম্পড হওয়া শাইনপুকুরের মিনহাজুল আবেদীনের সঙ্গে সেখানে হাজির গুলশান ক্রিকেট ক্লাবের উইকেটরক্ষক আলিফ হাসান।
দুজন মিলে নতুন করে মঞ্চস্থ করার চেষ্টা করছেন গতকালের আলোচিত স্টাম্পিংয়ের ঘটনা। বিসিবির দুর্নীতি দমন বিভাগের প্রধান রাইয়ান আজাদের সঙ্গে দাঁড়িয়ে সেটা ভিডিও করছেন অন্য কর্মকর্তারা, ভিডিও করছিলেন সংবাদকর্মীরাও।
প্রিমিয়ার লিগের ম্যাচ যেহেতু সরাসরি সম্প্রচার করা হচ্ছে, ম্যাচের ফুটেজ সংগ্রহ করাটা কঠিন কিছু নয়। সামাজিক যোগাযোগমাধ্যমেও ভাসছে সেই ফুটেজ। আর কাল তো রাইয়ান আজাদ নিজেই তাঁর ফেসবুক পেজে সে রকম একটি ভিডিও পোস্ট করে হাসির ইমোজি দিয়ে লিখেছেন, ‘বোকা না চালাক আমার মতো...চা পানের দাওয়াত রইল।’
ফেসবুকে ‘চা পানের দাওয়াত’ দিয়ে এনে মিনহাজুল ও আলিফকে ও রকম অভিনয় করাতে নামিয়ে দেওয়াটা বেশ হাস্যরসেরই সৃষ্টি করেছে ক্রিকেটাঙ্গনে। অনেকে এমন প্রশ্নও তুলেছেন, এটি যদি বিসিবির দুর্নীতি দমন বিভাগের তদন্তের অংশই হয়ে থাকে, তাহলেও কি সেটি এভাবে প্রকাশ্যে করা উচিত? আইসিসির দুর্নীতি দমন ইউনিট কি এমন প্রকাশ্য তদন্ত অনুমোদন করে, সেটাও আবার খোদ একটি টেস্ট খেলুড়ে দেশের ক্রিকেট বোর্ডের দুর্নীতি দমন বিভাগের প্রধানের নেতৃত্বে? নাকি সংবাদমাধ্যমের মনোযোগ কাড়তেই এই নাটক!