কলার খোসা ও তিসির বীজ কি প্রাকৃতিক বোটক্সের কাজ করবে?

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ১০ এপ্রিল ২০২৫, ১৬:০৬

সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি নতুন কিছু প্রবণতা দেখা যাচ্ছে। প্রাকৃতিক উপাদান দিয়েই কীভাবে ত্বকের যত্ন নেওয়া যায়, সে পরামর্শ দেওয়া হচ্ছে অনেক ভিডিও এবং রিলসে।


এই প্রাকৃতিক উপাদানগুলোর মধ্যে কলার খোসা এবং তিসির বীজ বা ফ্ল্যাক্স সিড উল্লেখযোগ্য।


তবে এই উপাদানগুলো কি সত্যিই বোটক্সের বিকল্প হতে পারে?


বোটক্স বলতে যা বোঝায়


বোটক্স একটি চিকিৎসা পদ্ধতি, যেখানে ‘বোটুলিনাম টক্সিন’ নামক পদার্থ ত্বকের নিচে ইঞ্জেকশনের মাধ্যমে প্রবেশ করানো হয়।


সিএনএন ডটকম’য়ে এই বিষয়ে প্রকাশিত প্রতিবেদনে আরও জানানো হয়, এটি মুখের মাংসপেশিগুলোকে সাময়িকভাবে অবশ করে দেয়, যার ফলে বলিরেখা কমে যায় এবং ত্বক মসৃণ হয়।


তবে, বোটক্সের কিছু পার্শ্বপ্রতিক্রিয়া থাকতে পারে এবং এটি ব্যয়বহুল।


প্রাকৃতিক বোটক্স: কলার খোসা ও তিসির বীজ


সামাজিক মাধ্যমে কিছু প্রাকৃতিক উপাদান দিয়ে ত্বকের যত্ন নেওয়ার যে পদ্ধতি সম্পর্কে জানানো হচ্ছে, সেটাকে অনেকেই বোটক্সের প্রাকৃতিক বিকল্প হতে পারে বলে দাবি করছেন।



কলার খোসা এবং তিসির বীজ ব্যবহার করে কীভাবে প্রাকৃতিক বোটক্স করা যায় তার বিস্তারিত অনেকে জানাচ্ছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও