
শ্রুতি লেখক জটিলতায় পরীক্ষা দেওয়া হলো না ৭ দৃষ্টিপ্রতিবন্ধীর
চট্টগ্রামে মাধ্যমিক পরীক্ষায় অংশ নিয়েও শ্রুতি লেখক জটিলতায় কেন্দ্রে বসে সময় পার করলেন সাত দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী।
বৃহস্পতিবার এসএসসি পরীক্ষা শুরুর প্রথম দিনে চট্টগ্রাম নগরীর বাংলাদেশ মহিলা সমিতি (বাওয়া) উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী শিক্ষার্থীরা সবাই নগরীর হামজারবাগ এলাকার রহমানীয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।
শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ বলছে, নিয়ম না মেনে শিক্ষার্থীদের অভিভাবকরা নিজেদের মত করে শ্রুতি লেখক ঠিক করেছেন; যারা কারণে শ্রুতি লেখকদের কেন্দ্রে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি।
হাবিবুল হক নামে এক পরীক্ষার্থীর মা শারমিন আক্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অষ্টম শ্রেণির উপরের শিক্ষার্থীরা শ্রুতি লেখক থাকতে পারেন না, সেটা আমাদের জানা ছিল না। স্কুল থেকেও আগে কিছু বলা হয়নি।
“যার কারণে আমরা নবম- দশম শ্রেণির শিক্ষার্থী শ্রুতি লেখক ঠিক করেছিলাম। কিন্তু গত সোমবার স্কুল থেকে বলা হয়েছে, তারা পারবে না। শ্রুতি লেখক হতে পারবে সপ্তম শ্রেণির শিক্ষার্থীরা।”