You have reached your daily news limit

Please log in to continue


ফের আলোচনায় তুরিন আফরোজ, আসলে কে তিনি

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ‘হত্যাচেষ্টা’ মামলায় গ্রেপ্তার হয়ে নতুন করে আলোচনায় এসেছেন আইনজীবী তুরিন আফরোজ, যিনি আন্তর্জাতিক ট্রাইব্যুনালের প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালনের দিনগুলোতেও আলোচনায় ছিলেন।

একাডেমিক লেখাপড়ার প্রতি প্রবল আগ্রহ থেকে একাধিক বিষয়ে তিনি পড়েছেন, নিয়েছেন উচ্চতর ডিগ্রি, যার সবশেষটি আইনের। পরে দেশে ফিরে আইন বিষয়ে শিক্ষকতা করেছেন।

দুই বিশ্ববিদ্যালয়ে পড়ানোর অভিজ্ঞতা আর বিদেশের পড়ালেখার জ্ঞানকে বাস্তবে প্রয়োগ ঘটাতে চেয়েছিলেন তুরিন। দেশের সর্বোচ্চ বিচারাঙ্গনে আইনজীবী হিসেবে থিতু হওয়ার মধ্যে তার কর্মজীবনের মোড় ঘুরিয়ে দেয় যুদ্ধপরাধীদের বিচার কার্যক্রম।

আন্তর্জাতিক আইনের বিস্তৃত পরিসরের তাত্ত্বিক জ্ঞান নিয়ে নিজের আগ্রহ থেকেই তিনি যোগ দেন সেই কাজে। একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির সঙ্গে কাজ করা তুরিন আফরোজ যুদ্ধাপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিমে নাম লেখান; পরের কয়েক বছর আদালতে শীর্ষ আসামিদের বিচারে আইনজীবী হিসেবে ভূমিকা রাখেন।

বাংলাদেশের পাশাপাশি অস্ট্রেলিয়ায় আইনজীবী হিসেবে কাজ করা ব্যারিস্টার তুরিন আফরোজ যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে জামায়াত নেতা গোলাম আযম, মতিউর রহমান নিজামী, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, দেলাওয়ার হোসাইন সাঈদী এবং বিএনপি নেতা সালাহ উদ্দিন কাদের চৌধুরীসহ বিভিন্ন মামলার বিচারে অগ্রণী ভূমিকা রাখেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন