তবে কি মেসি-সুয়ারেজের সঙ্গে জুটি বাঁধবেন ডি ব্রুইনা?

ঢাকা পোষ্ট প্রকাশিত: ০৯ এপ্রিল ২০২৫, ১২:২০

ম্যানচেস্টার সিটির সঙ্গে ১০ বছরের সম্পর্কটা চলতি মৌসুমের পরেই ছিন্ন করতে যাচ্ছেন বেলজিয়ামের মিডফিল্ডার কেভিন ডি ব্রুইনা। সময়ের অন্যতম সেরা এই অ্যাটাকিং মিডফিল্ডার শেষ করছেন ইংল্যান্ডের পর্ব। ২০১৫ সালে জার্মানি থেকে এসেছিলেন ম্যানচেস্টার সিটিতে। এই ক্লাবে এসেই পেয়েছেন সম্ভাব্য সব শিরোপার দেখা। তবে এবার সিটিজেন্সদের আকাশী নীল জার্সিটাকে বিদায় জানাচ্ছেন তিনি। 


নতুন কোন ক্লাবে যাবেন ডি ব্রুইনা? এমন এক প্রশ্ন চাউর হয়েছে গত কয়েকদিনে। গেল বছর থেকেই অবশ্য ডি ব্রুইনাকে দলে টানার দৌড়ে সবার চেয়ে এগিয়ে ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের লিগ এমএলএসের ক্লাব স্যান ডিয়েগো। যদিও সিবিএস স্পোর্টসের সবশেষ খবর বলছে, ক্লাবের বাজেট ইস্যুর কারণে সম্ভবত ডি ব্রুইনাকে আর দলে নেয়া হচ্ছে না স্যান ডিয়েগোর। 


তবে কোথায় থিতু হচ্ছেন এই বেলজিয়ান প্লে-মেকার? এর উত্তরে সবশেষ তিন দিনে যে নামটা সবচেয়ে বেশি এসেছে সেটা ইন্টার মায়ামি। লিওনেল মেসি, লুইস সুয়ারেজ, সার্জিও বুসকেতস, জর্দি আলবাদের নিয়ে এরইমাঝে যুক্তরাষ্ট্রের লিগে বেশ বড় নাম হয়ে উঠেছে ইন্টার মায়ামি। তাদের সেই তালিকায় এবার যুক্ত হতে পারে কেভিন ডি ব্রুইনার নামটাও। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও