কালোবাজারি ঠেকাতে না পারলে চুক্তি বাতিল, সহজকে উপদেষ্টার হুঁশিয়ারি

www.ajkerpatrika.com প্রকাশিত: ০৮ এপ্রিল ২০২৫, ১৮:০৬

ট্রেনের টিকিট কালোবাজারি প্রতিরোধে অনলাইন টিকিটিং সেবা প্রদানকারী বেসরকারি প্রতিষ্ঠান সহজ ডট কমকে আন্তরিক ও সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। সেই সঙ্গে টিকিট কালোবাজারি প্রতিরোধে প্রতিষ্ঠানটি কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হলে, রেলওয়ের সঙ্গে বিদ্যমান চুক্তি পুনর্বিবেচনা করা হবে বলেও সতর্ক করেন তিনি।


আজ মঙ্গলবার রাজধানীর রেল ভবনে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।


সহজ ডট কম-এর প্রতিনিধিকে উদ্দেশ্য করে উপদেষ্টা বলেন, ‘টিকিট কালোবাজারি প্রতিরোধে সহজ ডট কম যদি কার্যকর পদক্ষেপ গ্রহণে ব্যর্থ হয়, তবে তাদের সাথে বাংলাদেশ রেলওয়ের বিদ্যমান চুক্তি পুনর্বিবেচনা করা হতে পারে। এ ছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে যারা টিকিট কালোবাজারি করে, তাদের শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসতে রেলওয়ের একটি নিজস্ব ইন্টেলিজেন্স টিম থাকা উচিত।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও