নাইক্ষ্যংছড়ি সীমান্তে ফের ‘মাইন বিস্ফোরণ’, উড়ে গেল যুবকের পা

বিডি নিউজ ২৪ নাইক্ষ্যংছড়ি প্রকাশিত: ০৮ এপ্রিল ২০২৫, ১৭:৫৭

বান্দরবানে নাইক্ষ্যংছড়ি উপজেলা সীমান্তে আবারও স্থলমাইন বিস্ফোরণে যুবকের পা বিচ্ছিন্ন হওয়ার খবর পাওয়া গেছে।


মঙ্গলবার সকালের দিকে উপজেলার জারুলিয়াছড়ি সীমান্তবর্তী ৪৬-৪৭ নম্বর পিলারের শূন্যরেখায় মিয়ানমারে অভ্যন্তরে এ ঘটনা ঘটে বলে স্থানীয়দের মাধ্যমে জানতে পেরেছে পুলিশ।


আহত তৈয়ব (৩৫) নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের কম্বোনিয়া এলাকার বাসিন্দা ছাবের আহমদের ছেলে।


নাইক্ষ্যংছড়ি থানার ওসি মো. মাসরুল হক দুপুরে সাংবাদিকদের বলেন, “সীমান্তের ওপারে মাইন বিস্ফোরণে এক যুবকের পা বিচ্ছিন্ন হওয়ার খবর পেয়েছি। চিকিৎসা জন্য তাকে হাসপাতালে নেওয়া হয়েছে বলে শুনেছি।”


“কিন্তু তাকে ঠিক কোন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এ ব্যাপারে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।”


এর আগে ২৬ মার্চ সন্ধ্যায় উপজেলার দোছড়ি ইউনিয়নের লেম্বুছড়ি সীমান্তবর্তী এলাকার ৪৯ নম্বর সীমান্ত পিলারে শূন্যরেখায় মিয়ানমারের অভ্যন্তরে স্থলমাইন বিস্ফোরণে বাংলাদেশি মোহাম্মদ শহীদুল্লাহর এক পা বিচ্ছিন্ন হয়ে যায়। তিনি পণ্য চোরাচালান করতে গিয়েছিলেন বলে ধারণা করেন স্থানীয়রা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও