‘মা, আমরা কি এখন সবাই মারা যাবো?’

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ০৭ এপ্রিল ২০২৫, ২২:১০

ভোর ৪টা ১০ মিনিট। হঠাৎ ঘুম ভেঙে যায় পাঁচ বছরের শিশু ঈশা আয়াতের। নিজেদের ভবনে আগুন লাগার পর যখন নিশ্বাস নিতে কষ্ট হচ্ছিল তখন অবুঝ শিশু ঈশা তার মায়ের কাছে জিজ্ঞাস করে ‘মা, আমরা কি এখন সবাই মারা যাবো?’


এমন দুঃসহ পরিস্থিতির মধ্যে সকাল হয় ঈশা ও তার পরিবারের সদস্যদের। সোমবার (৭ এপ্রিল) নাজিমউদ্দিন রোডের পাঁচতলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় একই পরিবারের ছয়জনের শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হয়। তাদের মধ্যে ঈশার দাদি ও খালাতো বোনের শ্বাসনালি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় তাদের দুজনকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়েছে। আর ঈশা ও তার ১১ বছর বয়সী বড় বোন ইসতিমাম হোসেন, বাবা ইকবাল হোসেন এবং মা ইশরাত জাহান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসাধীন।


এ অগ্নিকাণ্ডের ঘটনায় মোট আহত হন ১৮ জন। তাদের মধ্যে পাঁচজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছাড়পত্র দেওয়া হয়েছে। বাকি ১৩ জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসাধীন। ১৩ জনেরই শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হয়েছে। কেউই শঙ্কামুক্ত নন বলে জানিয়েছেন বার্ন ইউনিটের চিকিৎসক।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও