বাংলাদেশে বিদেশিরা বিনিয়োগ করবে কেন? যে উত্তর বিডা প্রধানের

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ০৭ এপ্রিল ২০২৫, ২২:০৮

কেবল সস্তা শ্রমকে বাংলাদেশে বিনিয়োগের সুবিধা হিসাবে দেখানোর চেষ্টা করা হলেও সেই ধারণার সঙ্গে ভিন্নমত পোষণ করছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।


সাবেক এই ইনভেস্ট ব্যাংকার বলছেন, বিনিয়োগ প্যাকেজে যেসব সুবিধা বাংলাদেশ দেয়, তা অন্য যে কোনো দেশের সঙ্গে প্রতিযোগিতায় সক্ষম।


“যে জায়গাটায় আমরা ব্যর্থ হই, বিনিয়োগকারী যখন আগ্রহ দেখায়, তারপর তাদের ল্যান্ড করানোর একটা প্রক্রিয়া আছে, তাকে আমাদের স্বাচ্ছন্দ্যবোধটা দিতে হবে যে, আমরা যেটা প্রতিশ্রুতি দিয়েছি, সে অনুযায়ী কাজ করতে পারব। এটাতে ব্যর্থ হই বলে অনেকে শেষমেশ বাংলাদেশে বিনিয়োগ করে না।”


বিডা আয়োজিত বিনিয়োগ সম্মেলনের প্রথম দিনের আনুষ্ঠানিকতা শেষে সোমবার বিকালে এক ব্রিফিংয়ে কথা বলছিলেন আশিক চৌধুরী।


তিনি বলেন, “এই জায়গাটা আমাদেরকে ঠিক করতে যে, আমরা যেন সরকার থেকে তাদেরকে সহায়তা দিতে পারি, যাতে শেষ পর্যন্ত তারা বিনিয়োগ করেন।”

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও