আওয়ামী লীগপন্থি ৭২ আইনজীবীকে কারাগারে পাঠানোর আদেশ, ১১ জনের জামিন

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ০৬ এপ্রিল ২০২৫, ১৯:১২

বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে হামলা, ভাংচুর ও হত্যাচেষ্টার অভিযোগের মামলায় আওয়ামী লীগপন্থি ৭২ আইনজীবীর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। অন্যদিকে ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি আবু সাঈদ সাগরসহ ১১ আইনজীবীকে জামিন দিয়েছেন আদালত। জামিনপ্রাপ্তদের মধ্যে একজন পুরুষ আইনজীবী ও ১০ জন নারী আইনজীবী রয়েছেন।


রোববার (৬ এপ্রিল) ঢাকা মহানগর দায়রা জজ জাকির হোসেন গালিবের আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তারা। শুনানি শেষে আদালত এ আদেশ দেন। এ তথ্য নিশ্চিত করেন সংশ্লিষ্ট আদালতের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী।


তিনি বলেন, বয়স বিবেচনায় একজন পুরুষ আইনজীবী ও নারী বিবেচনায় ১০ জনকে জামিন দেওয়া হয়েছে। বাকি ৭২ জনকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। আওয়ামী লীগপন্থি এই আইনজীবীরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় বিএনপিপন্থি আইনজীবীদের ওপর হামলা করেছিলেন। আদালতের আদেশে আমরা সন্তুষ্ট।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও