
অর্ধনগ্ন-বিকৃত ছবি ভাইরাল, দেব অনুরাগীদের বিরুদ্ধে বয়ান জিনিয়ার
প্রথম আলো
প্রকাশিত: ০৬ এপ্রিল ২০২৫, ১৮:০৫
গত জানুয়ারি মাসের ঘটনা। সোশ্যাল মিডিয়া চর্চার বিষয়বস্তু থেকে সংবাদমাধ্যমের শিরোনামে উঠে এসেছিলেন শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও তাঁর স্ত্রী জিনিয়া সেন। অভিযোগ ছিল, দেব অনুরাগীদের কুরুচিকর আক্রমণের শিকার পরিচালক-প্রযোজক শিবপ্রসাদ মুখোপাধ্যায়। প্রতিবাদ করলে অশালীন আক্রমণের মুখে পড়তে হয় জিনিয়া সেনকেও।
ঘটনার পরপরই শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও জিনিয়া সেন পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের গোয়েন্দা দপ্তরে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎ করেন। তারপর আবার জিনিয়ার ‘অর্ধনগ্ন-বিকৃত’ ছবি ছড়ানো হয়। তখন রবীন্দ্রসরোবর থানায় লিখিত অভিযোগ জানিয়েছিলেন তাঁরা। আর এবার সেই ঘটনায় আলিপুর আদালতে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে নিজের বয়ান রেকর্ড করলেন চিত্রনাট্যকার-সাংবাদিক জিনিয়া সেন।