
‘আফগান দর্শকের’ সঙ্গে কী ঘটেছিল খুশদিল শাহর?
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ০৬ এপ্রিল ২০২৫, ১১:১৫
মেজাজ হারিয়ে দর্শকের দিকে তেড়ে গিয়েছেন খুশদিল শাহ। এ নিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক। অনেকেই এমন আচরণের জন্য খুশদিলকে দুষছেন। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এই ঘটনায় পাশে দাঁড়ালো তাদের ক্রিকেটারেরই।
পিসিবি জানিয়েছে, পাকিস্তান-বিরোধী স্লোগান দেওয়াতেই খেপে গিয়েছিলেন খুশদিল। পশতু ভাষায় এই স্লোগান দেওয়ায় মনে করা হচ্ছে, আফগানি দর্শকদের কোনো একটা অংশ এই কাজটা করেছে ইচ্ছেকৃতভাবে।