
ক্রিকেট নিয়ে সিনেমা, হিট নাকি ফ্লপ
প্রবীণ তাম্বে মুম্বাইয়ের এক মধ্যবিত্ত পরিবারের সন্তান। তাঁর জীবনে স্বপ্ন ছিল একটাই, প্রথম শ্রেণির ক্রিকেট খেলা। তবে কোথাও তাঁর জায়গা হয় না। প্রবীণের বয়স বাড়তে থাকে, আশপাশের ছেলে–ছোকরারা তাঁকে ‘আঙ্কেল’ ডাকতে শুরু করে। প্রবীণের তাতে কিছু আসে–যায় না। নিজের স্বপ্নে তিনি ছিলেন অটল। অনেক পরে শুরু হয় ভারতের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ আইপিএল। দলে দলে লেগ স্পিনারের খোঁজ পড়ল। এবার ডাক পড়ল প্রবীণ তাম্বের। ২০১৩ সালে রাহুল দ্রাবিড়ের নেতৃত্বাধীন রাজস্থান রয়্যালস যখন নিলাম থেকে প্রবীণ তাম্বেকে কিনে নিল, তাঁর বয়স তখন ৪১!
পরের বছর রাজস্থান রয়্যালসের হয়ে মাঠে নেমে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে হ্যাটট্রিক করেন, হন ম্যান অব দ্য ম্যাচ। এত দিন পরে স্বপ্ন সত্যি হলো, আবেগে কাঁদতে কাঁদতে ড্রেসিংরুমে ফেরেন প্রবীণ। খবরের শিরোনাম হতে আর কী চাই, মুম্বাইয়ের ক্রিকেটপাড়ার আঙ্কেল রাতারাতি হয়ে উঠলেন পরিচিত মুখ।