রাশমিকা যেভাবে ‘জাতীয় ক্রাশ’

প্রথম আলো প্রকাশিত: ০৫ এপ্রিল ২০২৫, ১৮:১৮

সাফল্য দিয়েই কেউ তারকা হন, আবার কেউ হয়ে ওঠেন মহাতারকা। লাভ করেন মানুষের ভালোবাসা, জনপ্রিয়তা। সবটা ‘সাফল্য’কে কেন্দ্র করেই নির্ধারিত হয়। বলতে চাইছি, এ ক্ষেত্রে ‘সাফল্য আর সাফল্যের মাত্রা’ই একমাত্র নির্ধারক। তা ছাড়া পৃথিবীতে কর্ম দিয়ে যত সহজে কৃতি স্থাপন করা যায়, অন্য কোনো পথে তা সম্ভব হয় না। পাড়ার সংগঠন থেকে সাজানো-গোছানো করপোরেট অফিস, সুন্দর মঞ্চ এমনকি শিল্প-সাহিত্য ও চলচ্চিত্র অঙ্গনেও এই একই দৃষ্টিপাত এবং অসংখ্য দৃষ্টান্ত খুঁজে নিতে কষ্ট হবে না।


আজ ৫ এপ্রিল, তেমনই এক নারীর জন্মদিন। যে নিজের কাজ দিয়ে কেবল নিজের দেশ নয়, দেশের গণ্ডি ছাড়িয়ে ইতিমধ্যে বিশ্বমঞ্চে পৌঁছে গেছেন। পৌঁছে গেছেন অগণিত মানুষের হৃদয়ে। তিনি আর কেউ নন ভারতের ‘জাতীয় ক্রাশ’খ্যাত অভিনেত্রী রাশমিকা মান্দানা। ভারতের ‘জাতীয় ক্রাশ’ হিসেবে যদিও তাঁকে অভিহিত করা হচ্ছে। তবে কেবল ‘ভারত’ই নয় বিশ্বের বহু দেশে তাঁকে দেখে, তাঁর সিনেমা কিংবা ইনস্টাগ্রাম বা ফেসবুকে তাঁর ছবি দেখে দর্শক বলে ওঠেন ‘হায়, মান্দানা!’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও