ভাওয়াইয়া সুরে কুড়িগ্রাম মাতালো ইত্যাদি

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২৫, ১৩:১৯

ম্যাগাজিন অনুষ্ঠান 'ইত্যাদির' এবারের পর্ব ধারণ করা হয়েছে ঐতিহ্যবাহী ভাওয়াইয়া গান সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের গুরুত্বপূর্ণ স্থান হিসেবে খ্যাত কুড়িগ্রামে।


প্রায় দেড় শতবর্ষ প্রাচীন ঐতিহ্যবাহী ‘উলিপুর মহারানি স্বর্ণময়ী স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠানের মঞ্চ তৈরি করা হয়।


ইত্যাদির এই পর্বটি প্রচার হবে আগামী ৩১ অক্টোবর। বাংলাদেশ টেলিভিশন বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে রাত ৮টার বাংলা সংবাদের পর।


বরাবরের মত এবারো ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন।


এক বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, এবারের অনুষ্ঠানে গান রয়েছে দুইটি। অনুষ্ঠানের শুরুতেই কুড়িগ্রামের কৃষ্টিকথা ও ইতিহাসগাঁথা নিয়ে রয়েছে মনিরুজ্জামান পলাশের কথায় একটি পরিচিতিমূলক গানের সঙ্গে নৃত্য। পরিবেশন করেছেন স্থানীয় অর্ধশতাধিক নৃত্যশিল্পী।


নাচটির কোরিওগ্রাফি করেছে এস কে জাহিদ, কণ্ঠ দিয়েছেন রাজিব ও তানজিনা রুমা। গানটির সুর করেছেন হানিফ সংকেত এবং সংগীত আয়োজন করেছেন মেহেদী।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও