
বরিশালের মতো লাহোরের হয়েও শিরোপা জেতার আশা রিশাদের
প্রথম আলো
প্রকাশিত: ০৫ এপ্রিল ২০২৫, ১৮:১১
দরজাটা খুলবে খুলবে করেও খুলছিল না রিশাদ হোসেনের জন্য। কানাডার গ্লোবাল সুপার লিগ ও বিগ ব্যাশে সুযোগ পেয়েও খেলা হয়নি তাঁর। অবশেষে বাংলাদেশের এই লেগ স্পিনার খেলতে যাচ্ছেন পাকিস্তান সুপার লিগে (পিএসএল)। এই টুর্নামেন্টে লাহোর কালান্দার্সের হয়ে খেলতে ইতিমধ্যেই বিসিবির কাছ থেকে ছাড়পত্র পেয়ে গেছেন রিশাদ।
বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজি লিগ বিপিএলের সর্বশেষ আসরে রিশাদ খেলেছেন ফরচুন বরিশালে। তামিম ইকবালের নেতৃত্বে টুর্নামেন্টের শিরোপাও জিতেছেন রিশাদরা। পাকিস্তান থেকেও চ্যাম্পিয়ন হয়েই ফিরতে চান বাংলাদেশের এই স্পিনার। মিরপুরে আজ সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে রিশাদ বলেছেন বিসিবির কাছ থেকে ছাড়পত্র পাওয়ায় নিজের খুশির কথা। সেই সঙ্গে বলেছেন নিজের লক্ষ্যও, ‘যাচ্ছি, ভালো করার চেষ্টা করব। টুর্নামেন্টটা চ্যাম্পিয়ন হয়ে আসার চেষ্টা করব।’