You have reached your daily news limit

Please log in to continue


বিশ্বের ক্ষুদ্রতম পেসমেকার, কীভাবে কাজ করবে?

একটি চালের চেয়েও ছোট পেসমেকার তৈরি করলেন নর্থওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। গবেষকদের দাবি এটিই বিশ্বের সবচেয়ে ছোট পেসমেকার। চওড়ায় এটি ১.৮ মিমি, লম্বায় ৩.৫ মিমি, এবং ১ মিমি পুরু এই পেসমেকার আকারে একটি চালের দানার থেকেও ছোট।

আকারে ছোট হলেও একটি পূর্ণ আকারের পেসমেকারের মত সমান মাত্রার সমান দক্ষতার স্টিমুলেশন উৎপাদনে সক্ষম এই পেসমেকারটি। পেসমেকারটি তৈরি করা হয়েছে হৃদযন্ত্রে ব্যবহারের জন্য।

যারা এটি তৈরি করেছেন তাদের মতে এই পেসমেকারটি উপযুক্ত হবে সদ্যোজাত শিশুর কোমল হৃদযন্ত্রের জন্য। যাদের জন্মগত কোনো হৃদযন্ত্রজনিত সমস্যা রয়েছে।

তারা বলেন, ‘শিশুদের হার্ট সার্জারির ক্ষেত্রে চিকিৎসা জগতে এই ধরনের পেসমেকারের একটা প্রয়োজনীয়তা বা চাহিদা ছিল। আর সেখানে পেসমেকারের আকার ছোট করাটা সবচেয়ে বেশি জরুরি ছিল এবং চ্যালেঞ্জিং ছিল। শরীরের উপর এই যন্ত্রের লোড আকারে যত কম হবে তত ভালো হবে’।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন