মার্চ মাসে প্রায় ৩০ হাজার গাড়ি সরবরাহ করেছে চীনা বিদ্যুচ্চালিত গাড়ি বা ইভি নির্মাতা শাওমি, এক্সপেং ও লিপমোটর-এর মতো কোম্পানি, যা তাদের প্রতিযোগী বিভিন্ন স্টার্টআপের গাড়ি সংখ্যার প্রায় দ্বিগুণ।
কিছু কিছু ইভি নির্মাতা কীভাবে এগিয়ে যাচ্ছে এটি তারই লক্ষণ বলে প্রতিবেদনে লিখেছে আমেরিকান সংবাদমাধ্যম সিএনবিসি। তবে এখন পর্যন্ত বাজারের শীর্ষস্থান ধরে রেখেছে চীনের আরেক বিদ্যুচ্চালিত গাড়ি নির্মাতা বিওয়াইডি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে শাওমি ঘোষণা করেছে, মার্চ মাসে রেকর্ড সংখ্যক ইভি সরবরাহ করেছে তারা, যা ২৯ হাজার ইউনিট ছাড়িয়েছে। এর আগে গত পাঁচ মাসে তাদের সরবরাহের হার ছিল ২০ হাজারের ঘরে।