
কোয়ান্টাম কম্পিউটারকে ইন্টারনেটের সঙ্গে জুড়ে দেবে এই ডিভাইস
কিউবিট নামের বিশেষ ধরনের এক বিট ব্যবহার করে কোয়ান্টাম কম্পিউটার। যেটি বেশিরভাগ সময় মাইক্রোওয়েভ ফোটন থেকে তৈরি হয়, যা মাইক্রোওয়েভ শক্তির ক্ষুদ্র কণা। আর প্রচলিত ডেটা স্থানান্তর পদ্ধতিতে ব্যবহৃত হয় অপটিকাল ফোটন। গবেষকরা বলছেন, এই দুয়ের মধ্যে সংযোগ তৈরি করবে এমন কিট তৈরি করেছেন তারা।
কোয়ান্টাম কম্পিউটার তৈরির জন্য মাইক্রোওয়েভ কিউবিট খুবই দরকারি। এগুলো নিয়ন্ত্রণ করা সহজ ও বাজারে সহজে মেলে এমন প্রযুক্তি ব্যবহার করেই তৈরি করা সম্ভব।
তবে, এই কিউবিট কেবল ঠাণ্ডা তাপমাত্রায় অর্থাৎ পরম শূন্যের কাছাকাছি তাপমাত্রার কাজ করে। কারণ যে কোনো উষ্ণতা অনেক বেশি নয়েজ বা অযাচিত সংকেত তৈরি করে, যা ভঙ্গুর কোয়ান্টাম তথ্যকে দ্রুত ধ্বংস করতে পারে।
এটি একটি বড় সমস্যা। যার কারণে, বিভিন্ন মাইক্রোওয়েভ কিউবিট নিয়মিত ইন্টারনেট কেবলের মাধ্যমে দীর্ঘ দূরত্ব ভ্রমণ করতে পারে না। কারণ উষ্ণ পরিবেশে তথ্য হারিয়ে ফেলে এগুলো।
কিন্তু অপটিক্যাল ফোটন বা ফাইবার অপটিক ইন্টারনেট কেবলে ব্যবহৃত ফোটন ঘরের তাপমাত্রায় অনেক দূর পর্যন্ত ভ্রমণ করতে পারে।
এজন্য মাইক্রোওয়েভ ফোটনকে অপটিক্যাল ফোটনে রূপান্তর করেছেন বিজ্ঞানীরা। যাতে বিভিন্ন কোয়ান্টাম কম্পিউটার দীর্ঘ দূরত্বে যোগাযোগ করতে পারে, ঠিক যেমন বর্তমানের বিভিন্ন কম্পিউটার ইন্টারনেটের মাধ্যমে করে।
- ট্যাগ:
- প্রযুক্তি
- ডিভাইস
- সিলিকন চিপ