You have reached your daily news limit

Please log in to continue


ইংল্যান্ড সিরিজের জন্য রুদ্ধদ্বার প্রস্তুতি সারবে ভারত

বর্তমানে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) নিয়ে ব্যাস্ত সময় পার করছেন ভারতের ক্রিকেটাররা। এই ফ্র্যাঞ্চাইজি লিগ শেষেও খুব একটা বিশ্রামের সুযোগ পাবেন না জাতীয় দলের ক্রিকেটাররা। কারণ এই আসর শেষেই ইংল্যান্ড সফরে যাবে ভারত।

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৫-২০২৭ মৌসুমে এটাই ভারতের প্রথম সিরিজ। পুরোপুরি প্রস্তুত হয়েই ইংল্যান্ডে প্রথম টেস্ট খেলবে ভারত। এ কারণে সিরিজ শুরুর আগে লোকচক্ষুর আড়ালে নিজেদের মধ্যেই ম্যাচ খেলার পরিকল্পনা করেছে তারা।

সাধারণত কোনো দেশে গেলে সফরকারী দল সেই দেশের কাউন্টি দল বা বোর্ড একাদশের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলে থাকে। তবে ভারত এক্ষেত্রে ব্যতিক্রম। জানা গেছে, ইংল্যান্ড সফরে প্রথম টেস্টের আগে সেখানকার কোনও কাউন্টি দলের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলবে না ভারত। এর বদলে রোহিত শর্মারা ভারত ‘এ’ দলের বিপক্ষে খেলবেন।

সেই সময়ে ইংল্যান্ডের কাউন্টি দলের বিপক্ষে দু’টি চার দিনের ম্যাচ খেলতে সেখানে যাবে ভারত ‘এ’। গৌতম গম্ভীররা মূলত সেই সুযোগই কাজে লাগাতে চাইছেন। ভারতের গণমাধ্যম বলছে, কেন্ট কাউন্টির মাঠে হবে সেই প্রস্তুতি ম্যাচটি।
ভারত অনিচ্ছা প্রকাশ করায় ম্যাচটি সরাসরি সম্প্রচার করা হবে না। অর্থাৎ, একরকম লোকচক্ষুর আড়ালেই ম্যাচটি খেলতে চায় গম্ভীরবাহিনী।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন