বিশ্ব ইঁদুর দিবস আজ। শুনে অবাক লাগলেও এটাই সত্যি ইঁদুরের জন্য পালিত হয় দিবস! ৪ এপ্রিল বিশ্বের অনেক দেশেই ইঁদুর দিবস পালন করা হয়। তবে অনেকেরই জানা নেই কেন পালন করা হয় বিশেষ এই দিবসটি। চলুন জেনে নেই এই বিশেষ দিনটির ইতিহাস।
ইঁদুরের কারণে বিশ্বে দেখা দিয়েছিল ‘বিউবনিক প্লেগ’ এক মহামারি। যার ফলে প্রাণ হারান শত শত মানুষ। এছাড়াও খাবার-ফসল নষ্ট করার জন্য ইঁদুর একরকম ভিলেন হিসেবেই পরিচিত আমাদের কাছে।
তবে ইঁদুর একটি বুদ্ধিমান প্রাণী। অনেক দেশেই ইঁদুর গৃহপালিত পোষ্য হিসেবে খুবই জনপ্রিয়। এছাড়াও মানবদেহের সঙ্গে মিল থাকায় বিভিন্ন রোগের ওষুধ বা প্রতিষেধক পরীক্ষার জন্য গিনিপিগ হিসেবে ব্যবহার করা হয় ইঁদুর। সেদিক থেকে আমাদের জন্য উপকারী এই স্তন্যপায়ী প্রাণীটি।