মোহাম্মদ সিরাজকে এরকম উদযাপন করতে দেখা গেছে বহুবার। ঘরোয়া কিংবা আন্তর্জাতিক ক্রিকেটে উইকেট পেয়ে ক্রিস্তিয়ানো রোনালদোর চিরচেনা 'Siuuu' উদযাপন করতে দেখা যায়। বুধবার নিজের পুরনো দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে দুর্দান্ত বোলিংয়ে তিনবার এই উদযাপন করেন তিনি। পরে জানালেন, নিজের অনুভূতি।
গত বছর পর্যন্ত বেঙ্গালুরুর নিয়মিত মুখ ছিলেন সিরাজ। মেগা নিলামের আগে থাকে ছেড়ে দেয় বেঙ্গালুরু। গুজরাট টাইটান্সে যোগ দিয়ে বেঙ্গালুরুতে গিয়ে বিরাট কোহলিদের প্রতিপক্ষ হয়ে দারুণ পারফরম্যান্স করেন সিরাজ। বেঙ্গালুরুকে ১৬৯ রানে আটকে দিতে ৪ ওভারে ১৯ রানে ৩ উইকেট নেন তিনি। কোহলির ক্যাচ মিস না হলে পেতে পারতেন চার উইকেট।