গাজীপুরে ট্রেনে আগুন, আড়াই ঘণ্টা পর চলাচল স্বাভাবিক

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ০৩ এপ্রিল ২০২৫, ১৮:০০

গাজীপুরের শ্রীপুরে মহুয়া কমিউটার ট্রেনে আগুন লাগার আড়াই ঘণ্টা পর ময়মনসিংহের সঙ্গে ঢাকার ট্রেন যোগাযোগ স্বাভাবিক হয়েছে।


বৃহস্পতিবার (৩ এপ্রিল) দুপুর ১টার দিকে আগুনে ক্ষতিগ্রস্ত ট্রেন সরিয়ে নেওয়া হলে যোগাযোগ স্বাভাবিক হয়। অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি


এর আগে সকাল সাড়ে ১০টায় এ আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মামুন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আধ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।


মহুয়া ট্রেনের পরিচালক শাহাদাত হোসেন বলেন, শ্রীপুর রেলওয়ে স্টেশনে পৌঁছার আগে ট্রেনের জেনারেটর বগিতে আগুন দেখতে পেয়ে চিৎকার শুরু করে। এরপর ট্রেন থামিয়ে সব যাত্রীদের নামতে সুযোগ করে দেওয়া হয়। স্থানীয়দের নিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করা হয় পাশাপাশি ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণ করে। ততক্ষণে জেনারেটর বগি পুড়ে ছাই হয়ে যায়। পরে বেলা ১টার দিকে পুড়ে যাওয়া বগি সরিয়ে নিলে ময়মনসিংহের সঙ্গে ঢাকার ট্রেন যোগাযোগ চালু হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও