আর নয় ‘গোসসা’, ৭ বছর পর খুলছে ‘গোসসা নিবারণী পার্ক’

বিডি নিউজ ২৪ গুলিস্তান প্রকাশিত: ০৩ এপ্রিল ২০২৫, ১১:৪০

পার্কে ঢুকলেই ভালো হয়ে যাবে মন, মুছে যাবে নাগরিক জীবনের সব মন খারাপ করা ঘটনা; কেটে যাবে সব ‘গোসসা’- এমন ইচ্ছা থেকে যে উদ্যান গোছানোর কাজ শুরু হয়েছিল, তার দুয়ার খুলছে সাত বছর পর।


রাজধানীর ব্যস্ত এলাকা গুলিস্তান ঘেঁষে; সচিবালয়ের প্রধান ফটক আর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান কার্যালয়ের (নগর ভবন) মাঝামাঝি ওসমানী উদ্যানেই গড়ে তোলা হচ্ছে এই ‘গোসসা নিবারণী পার্ক’।


২০১৮ সালের শুরুতে এর নির্মাণ কাজ উদ্বোধন করে ঢাকা দক্ষিণের সে সময়ের মেয়র সাঈদ খোকন বলেছিলেন, কর্মস্থলে ও পরিবারে প্রতিনিয়ত মানুষ গোসসা করে, রাগ হয়। এই পার্কটি এমনভাবে তৈরি করা হবে যাতে এখনে কেউ মন খারাপ নিয়ে এলে পরিবেশের সান্নিধ্যে তার মন ভালো হয়ে যাবে, উৎফুল্ল মনে নতুন উদ্যমে সে আবার কাজে ফিরে যেতে পারবে।


পার্কে আসা মানুষের মন ভালো করতে, উৎফুল্ল রাখতে জলাধার, চা, কফি ও স্যান্ডউইচ খাওয়ার ব্যবস্থা থাকবে। খেলা দেখার জন্য পার্কের ভেতরে থাকবে বড় কয়েকটি টিভি স্ক্রিন। ভেতরে ঢুকতেই পার্কটির জলাধারের পাশ থেকে পুরোনো দিনের গান ভেসে আসবে। শোনা যাবে নতুন দিনের নানা সংগীতও, যা মনকে সতেজ করবে। পার্কটিতে ঢুকলে মানুষের গোস্সা বা রাগ ভালো হয়ে যাবে, মন হবে উৎফুল্ল, এসব শুনিয়েছিলেন তিনি।


এরপর ওই বছরের শেষে নতুন মেয়র শেখ ফজলে নূর তাপস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, ‘খুবই ধীর গতিতে’ চলা পার্কের কাজে গতি আনতে তিনি নিজে দুবার পরিদর্শন করেছেন।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও