ছুটিতে সিলেটের আকর্ষণীয় জায়গাগুলো যেভাবে ঘুরে দেখতে পারেন
প্রথম আলো
প্রকাশিত: ০২ এপ্রিল ২০২৫, ২০:৩৩
কারও শখ চা-বাগানের আঁকাবাঁকা মেঠোপথে ঘুরে বেড়ানো। কেউ কেউ পাহাড়-টিলার নির্জনতায় কিংবা হাওরের পানিতে ডুব দিতে ভালোবাসেন। অনেকে আবার একাকী কিংবা পরিবার–পরিজন নিয়ে রিসোর্ট অথবা বাংলোয় কয়েকটা দিন আয়েশে কাটাতে চান। এমন সবকিছুরই সমাহার রয়েছে সৌন্দর্যের লীলাভূমিখ্যাত সিলেটে।
পর্যটকেরা সাধারণত বর্ষা মৌসুমেই সিলেটে বেশি আসেন। এখন শুষ্ক মৌসুম। তবে এ সময়েও বেশকিছু স্থানে প্রতিদিন হাজারো পর্যটক ভিড় করেন। বিশেষ করে ছুটির দিনগুলোয় এসব জায়গা থাকে লোকে–লোকারণ্য। এবারের পবিত্র ঈদুল ফিতরের টানা ছুটিতে ঘুরে দেখতে পারেন সিলেটের বিভিন্ন পর্যটনকেন্দ্রগুলো। মোটামুটি তিন দিন সময় হাতে থাকলে সিলেটের আকর্ষণীয় জায়গাগুলো আয়েশ করে ঘুরে দেখা যায়। কেউ কেউ এক–দুদিন সময় নিয়েও সিলেট ঘুরে আসতে পারেন।